




ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যা আশা করা হয়েছিল তাই হয়েছে। বছরের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতেই। বিশ্বকাপজয়ী মেসি সেই পুরস্কার নিতে গিয়ে মনে





করিয়ে দিয়েছেন, তিনি শুধু একজন ফুটবলারই নন, দায়িত্বশীল পিতাও। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে মেসির বক্তব্য ভাইরাল হয়েছে সঙ্গে সঙ্গে। পুরস্কার হাতে বক্তৃতা দেয়ার সময় মেসি বলেন,





‘আমি সন্তানদের উদ্দেশে একটি চুম্বন দিতে চাই। ওরা নিশ্চয়ই এই পুরস্কার অনুষ্ঠান দেখছে। থিয়াগো, মাতেও এবং সিরো, আমি তোমাদের খুব ভালোবাসি। তবে এখন অনেক রাত





হয়েছে। এ বার শুতে চলে যাও।’ মেসির এই কথা শুনে গোটা হলভর্তি মানুষ হাসতে থাকেন। চার বছর পর ফিফার এই পুরস্কার পেলেন মেসি। হারালেন করিম বেনজেমা এবং কিলিয়ান





এমবাপ্পেকে। মেসি বলেন, ‘এখানে আবার আসতে পেরে ভালো লাগছে। বেনজেমা এবং এমবাপ্পেকেও অভিনন্দন। ওদের দু’জনের কাছেও দুর্দান্ত গিয়েছে বছরটা। এই সম্মান আমার কাছে





বিশেষ। সব সতীর্থ এবং কোচ স্কালোনিকে ধন্যবাদ জানাতে চাই। ওদের জন্যে আজ আমরা এখানে।’ গত বছরের স্মৃতিচারণ করে মেসি বলেন, ‘দারুণ একটা বছর কেটেছে। অনেক লড়াইয়ের





পর নিজের স্বপ্নপূরণ করেছি। আমার ফুটবল জীবনে বিশ্বকাপ জয় সবার উপরে থাকবে। অনেকেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। পায় খুব কম লোকই।’ বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোল





এবং এমবাপ্পের হ্যাটট্রিকের সুবাদে ১২০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ৩-৩। টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে হারায় ফ্রান্সকে। বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে মেসি গোল্ডেন বল পান।





তিনি মোট সাতটি গোল করেন। বেশ কিছু রেকর্ড ভেঙে দেন সর্বেশষ আসের। এমবাপ্পে আট গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন এবং গোল্ডেন বুট জিতে নেন।