




শীতকালীন দলবদলের পর থেকেই গুঞ্জন রয়েছে গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব পরিবর্তন করতে পারেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। মেসির পাশাপাশি ব্রাজিলের তারকা





ফুটবলার নেইমারের ক্ষেত্রেও একই গুঞ্জন উঠে। দেশের লড়াইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল চিরশত্রু হলেও ক্লাব ফুটবলে মেসি-নেইমারের বন্ধুত্ব দারুণ। সেই ‘বন্ধু’ মেসি পিএসজি ছাড়লেও ফরাসি





ক্লাবটিতেই থেকে যাবেন নেইমার, এমন তথ্য জানিয়েছে গোল ডটকম। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় এই সংবাদমাধ্যমটি জানায়, ২০১৭ সালে ফরাসি ক্লাবে যোগ দেওয়া নেইমারের সাথে পিএসজির





চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। নেইমার সেই চুক্তিকে সম্মান জানিয়ে ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে থাকতে চান। শেষ পর্যন্ত যদি নেইমার চুক্তি পর্যন্ত ফরাসি ক্লাবটিতে থাকেন তাহলে দীর্ঘ





১০ বছর পিএসজিতে থাকা হবে তারকা এই ফুটবলারের। পিএসজিকে বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে চান নেইমার। আর সে লক্ষ্যে ৩৫ বছর বয়সী মেসি নতুন





কোনো ঠিকানা খুঁজে নিলেও আপাতত ক্লাব পরিবর্তন করবেন না নেইমার। বার্সেলোনার সাবেক এই সতীর্থ যদি বিদায়ও নেয়, তবুও নিজের লক্ষ্যে অটল থাকতে চান তিনি। যদিও গ্রীষ্মকালীন





দলবদলে নেইমারকেও দলে ভেড়াতে চেষ্টা করছে একাধিক ক্লাব। গুঞ্জন রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি, ম্যানচেস্টার সিটির মতো প্রভাবশালী ক্লাবগুলো নেইমারের প্রতি আগ্রহী।





তবে ক্যারিয়ারের এই সময়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর প্রস্তাব ফিরিয়ে দিতেও প্রস্তুত তিনি।