আবারও সেই সাকিব আল হাসানের কাঁধেই চেপেছে টেস্ট আর টি-টোয়েন্টির অধিনায়কত্বর দায়িত্ব। এর আগেরবার দায়িত্ব পাওয়ার পরপরই নিষিদ্ধ হয়েছিলেন। এবারও তেমন একটা শংকা ছিল, শেষ পর্যন্ত অবশ্য সেই শংকা কেটে গেছে।






সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপে যাবে বাংলাদেশ।অধিনায়ক হিসেবে অনেক চ্যালেঞ্জই মোকাবেলা করতে হবে তাকে। কিন্তু আসল চ্যালেঞ্জ কী?আজ সোমবার মিরপুর শেরে বাংলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়,






আপনি সবচেয়ে চ্যালেঞ্জিং দুইটা জায়গার (টেস্ট আর টি-টোয়েন্টি) দায়িত্ব নিয়েছেন। তো (অধিনায়ক হওয়া নিয়ে) আপনার মনে কী কাজ করেছে?’জবাব হাসতে হাসতে সাকিব বলেন, ‘একটা হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে (হাসি)।






এটা (অধিনায়কের দায়িত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে। (একটু থেমে) না, আমার কাছে মনে হয়, যেহেতু এগুলো চ্যালেঞ্জিং জায়গা এবং বোর্ড মনে করেছে, এই চ্যালেঞ্জিং জায়গাগুলোতে আমি তাদের জন্য সম্ভাব্য সেরা বিকল্প,






সেকারণে হয়তো তারা আমাকে বেছে নিয়েছে। ‘এরপর সাকিবকে জিজ্ঞেস করা হয়, তিনি টি-টোয়েন্টির অধিনায়ক হতে আগ্রহী ছিলেন কিনা? জবাবে সাকিব আবারও কূটনৈতিকভাবে বলেন, ‘উত্তর দেওয়ার জন্য কঠিন প্রশ্ন।
আমি জানি না কতটুকু (আগ্রহী ছিলাম)… তবে আমি এখন অনেক অনুপ্রাণিত। আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালোর জন্য চেষ্টা করা যায়। ‘