বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জন এশিয়া কাপে ওপেনিংয়ে দেখা যেতে পারে মুশফিকুর রহিম অথবা অন্য কোন ব্যাটসম্যানকে। শুনতে অবাক হলেও এই






মুহূর্তে ওপেনিং সংকটে পড়েছে বাংলাদেশ দল। বিশেষ করে তামিম ইকবালের অবসর এবং লিটন দাসের ইনজুরির কারণে এই সংকট তৈরি হয়েছে বাংলাদেশ দলের। যাদেরকে দিয়ে বিগত এক






বছর ধরে টি-টোয়েন্টি দলে ওপেনিং নিয়ে খেলানোর পরিকল্পনা করছিল তারা সবাই এখন ব্যর্থ ক্রিকেটার। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত। যে কারণে






বিকল্প পথে হাঁটতে হচ্ছে বিসিবিকে। যদিও এনামুল হক বিজয় এসে বিসিবির চিন্তাটা কিছুটা কমিয়েছে। কিন্তু এখনো জাতীয় দলে ধারাবাহিক হতে পারেননি তিনি। তবে তামিম এবং লিটন না






থাকায় এনামুল হকের দিকে তাকিয়ে আছেন পাপন। যে কারণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন নাজমুল হাসান পাপন সেই সাথে বিজয়কে নিয়ে এশিয়া কাপে অনেক আশাবাদী তিনি। মিরপুরে






আজ সাংবাদিকদের তিনি বলেছেন, “আমাদের এখন বিজয় আছে। আমাদের কপাল ভালো, বিজয়কে কয়েক মাস আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আরও কয়েকজনকে চেষ্টা করেছি। মুনিম






শাহরিয়ারকে দিয়ে কয়েকটি ম্যাট দেখেছি, একটা ম্যাচ চেষ্টা করেছি (পারভেজ হোসেন) ইমনকে দিয়ে। এক-দুইটা ম্যাচ যথেষ্ট নয়। তাদেরকে সময় দিতে হবে।” তবে কি মুশফিকই ওপেনিং






করবেন? বিসিবি সভাপতির জবাব, “অনেক জায়গায় যেরকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে।
তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদি ঘরোয়াতে ওপেন করতো, মেহেদি মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে
পরিস্থিতির উপর।” পাপন আরও ব্যাখ্যা দিয়ে বলেন, “প্রথম হচ্ছে কোথায় খেলা হচ্ছে, কাদের বিপক্ষে খেলা হচ্ছে। প্রতিপক্ষরা কেমন প্রভাব ফেলতে পারে, কারা বল করতে পারে- এটা মাথায়
রেখে ওই ধরনের কন্ডিশনে কে ভালো ফেস করতে পারবে, কে প্রথম ৬ ওভারে সুবিধা নিতে পারবে- এটা নিয়ে জাস্ট আলাপ আলোচনা হচ্ছে।” এশিয়া কাপের উদ্বোধনী জুটি নিয়ে নাজমুল হাসান
পাপনের শেষ কথা, “আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন ক্যাপ্টেনও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করবো। তখন আমাদের কোনো কিছু কি বলার থাকবে? ও (সাকিব)
যদি আত্মবিশ্বাসী থাকে যে আমি ওপেন করবো, তাহলে তো কিছু বলার নাই। এগুলো হলো অপশন।”