এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়ার আগে নাসুম আহমেদ জানিয়ে গেছেন আশার বাণী। এই স্পিনার জানান, ‘ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু দিতে পারি। ভালো খেলার জন্যই যাচ্ছি। আমাদের পাশে থাকবেন,






সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। দোয়া চাই সবার কাছে।’আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাত্রা করে দল। তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় ভিসা জটিলতায় যেতে পারেননি।






তারা আগামীকাল যাবেন। এ ছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম শেখ অবস্থান করছেন দুবাইতে।আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি। সুপার টুয়েলভে দেখেনি জয়ের মুখ। তবে এবার শুধু এশিয়ার দলগুলো






লড়বে বলেই আত্ববিশ্বাসী নাসুম, ‘যে সুযোগ পায় সবারই লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার, দলকে ভালো কিছু উপহার দেওয়ার। সুযোগ পেলে আমিও ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এশিয়া কাপ, সব দেশই আমাদের এশিয়ারই,






ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু ভালো করা যায়।’২৭ আগস্ট থেকে পর্দা উঠবে এশিয়া কাপের। আর ১১ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। বাংলাদেশের লড়াই শুরু হবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।