অবশেষে আজ ২৭ আগস্ট শুরু হল এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশের দলের অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি বা দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।






বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই খবরটি নিশ্চিত করেছে।বিহত সেই ২০১৮ সালে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হওয়া আফিফ দেশের হয়ে এরই মধ্যে ৪৭টি টি-২০ন্টি ম্যাচ খেলে ফেলেছেন।






এশিয়া কাপের মতো বড় আসরে ২২ বছর বয়সী এই তরুণকে দায়িত্ব দিয়ে বিসিবি যেন বুঝিয়ে দিলো, তাকেই ‘ভবিষ্যতের অধিনায়ক’ ভাবা হচ্ছে।সংযুক্ত আরব আমিরাতে ছয় দলকে নিয়ে এশিয়া কাপের এবারের আসরটি মাঠে গড়িয়েছে আজ।






টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৮ উইকেট হাতে রেখে।এই আফগানিস্তানের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।