




ঘোর অন্ধকার সময় পেরিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। খারাপ সময়ের ট্রল আর বাজে ফর্মকে পাশ কাটিয়ে শান্ত এখন ছুটছেন নিজের গতিতে। যার





সবশেষ প্রমাণ সদ্য সমাপ্ত বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার। আর এমন পারফরম্যান্সের কারণে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছেও পৌঁছে গেছে টাইগার ওপেনার শান্ত’র নাম।





একদিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন সৌরভ গাঙ্গুলী। এরপর আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন।





জানিয়েছেন সাকিব, মুশফিক ও শান্তদের ভাল খেলার কথা। সৌরভ বলছিলেন, ‘বাংলাদেশে প্রচুর ভাল খেলোয়াড় রয়েছে। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষের মধ্য থেকে এত এত ক্রিকেটীয়





ট্যালেন্ট বের হচ্ছে। এখানে সাকিবের মতো অলরাউন্ডার আছে, আছে মুশফিকুর রহিম। আবার শান্তও এখন ভাল খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের খেলা





আমার সব সময় ভাল লাগে।’ এরপর বাংলাদেশে খেলা নিজের অতীত সময়ে ফিরে যান সৌরভ, ‘আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব এবং বাংলাদেশের প্রথম টেস্ট ছিল ২০০০ সালে। আর এখানে যখন





আসি, অনেক বেশি আতিথেয়তা পেয়েছি। ফলে সব সময়ই চেয়েছি এখানকার মানুষেরা ভাল করুক। তাদের ভাল ফলে আমারও ভাল লাগে।’ আইপিএলের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন,





‘আগে তো সাকিব বহুবার খেলেছে কেকেআরে (কলকাতা নাইট রাইডার্সে)। এমনকি সাকিব আইপিএল উইনিং টিমেও ছিল। মুস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে খেলেছে, সানরাইজার্সে। সেটাই





বলি, তোমাদের এখানে এত ট্যালেন্ট। তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমে খেলে সেখানেও তারা প্যারফরম্যান্স করে।’ টি-২০ ক্রিকেটে বাংলাদেশ কিভাবে আরও ভাল করবে সেই পরামর্শ





দিয়েছেন সৌরভ। তিনি জানান, ‘টি-টোয়েন্টিতে একটু ভালো করতে হলে পাওয়ার হিটিং দরকার। পাওয়ার হিটিং মানে হেভি হিটিং। যেমন করে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবরা খেলছে।’