কপাল পুড়লো সাকিব, তামিমের! তাদেরকে বাদ দিয়ে এখনই পরের প্রজন্মের অধিনায়ক তুলে আনতে চান : হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন চান্দিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় বাংলাদেশের হেড কোচ হয়ে আসার

ব্যাপারে অনেক কথাই বলেছেন হাথুরুসিংহে। যেখানে আগামীতে বাংলাদেশের জন্য নতুন অধিনায়ক তৈরি করতে চান তিনি। এরই মধ্যেই বেশ কয়েকবার ক্রিকেটারদের সাথে নিয়ে

বৈঠক করেছেন প্রধান কোচ। ভবিষ্যতে বাংলাদেশ দলের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন তিনি। এখন থেকেই তরুণ ক্রিকেটারদের নেতৃত্বের জন্য তৈরি করতে চান হাথুরুসিংহে। মিরপুরে আজ

সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “এটা (নতুন নেতৃত্ব) চ্যালেঞ্জ না, দায়িত্ব। আমরা জানি চারজন সিনিয়র ১৫-১৭ বছর ধরে খেলছে। তারা আরও ১০ বছর খেলবে না। আমাদের এখনই পরের

প্রজন্মের নেতৃত্ব তুলে আনতে হবে। আমাদের তুলতে হবে না। পারফর্ম্যান্স ও আচরণের দিক থেকে তারা নিজেরাই নিজেদের তুলে আনছে” “লিটন, মিরাজ ও শান্ত ওখানে ছিল। তাসকিন ও

ফিজ ছিল জিমে। অ্যাটিচিউট, নিজেদের প্রস্তুত করা ও ড্রেসিংরুমের আচরণের দিক থেকে তারা এখন এগিয়ে এসেছে। পারফরম্যান্সের দিক থেকেও তারা বাংলাদেশ ক্রিকেটের পরের ধাপের নেতৃত্ব দিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *