




পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে আমেরিকায় গিয়েছিলেন সাকিব আল হাসান। আজ তাঁর ঢাকায় ফেরার কথা। আর বাংলাদেশ দলের অনুশীলনে তিনি





যোগ দেবেন আগামীকাল। গত রাতে এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বলেন,





‘আমি বলেছিলাম (সাকিব আল হাসানকে) যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের সঙ্গে যোগ দিতে। ও ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবে বলে জানিয়েছিল।’ তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে





সাকিবের দেওয়া তথ্য মতে, একটি মোবাইল কম্পানির ফেসবুক পেইজে ২৭ ফেব্রুয়ারি সরাসরি সংযুক্ত হওয়ার কথা জানিয়েছেন। সেটি জাতীয় দলের অনুশীলনের আগে না পরে সেটি অবশ্য





বলেননি। ক্রিকেট পরিচালনা কমিটি প্রধানও বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন। এদিকে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই একটি পরিবর্তন ঘটে গেছে ইংল্যান্ডের ওয়ানডে





স্কোয়াডে। চোটের কারণে ছিটকে পড়া টম আবেলের পরিবর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন উইল জ্যাকস, যিনি হার্ড হিটার এবং প্রয়োজনে অফস্পিনও করেন।