চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বসবে আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ এর দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। ইংল্যান্ডের এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে পাকিস্তানের ‘সুপারস্টার’ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের অন্তর্ভুক্তি চাইছেন দেশটির সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেন।
গেল বছর অনুষ্ঠিত দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসরে লন্ডন স্প্রিরিটের হয়ে পাকিস্তানের মোহাম্মদ আমির এবং ওয়েলশ ফায়ারের হয়ে মাঠ মাতিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। শাদাব খান, শাহীন শাহ আফ্রিদিরা দল পেলেও, আন্তর্জাতিক ব্যস্ততায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেননি।আসন্ন আসরে টুর্নামেন্টটির জনপ্রিয়তা বৃদ্ধি করতে পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো বিশ্বতারকাদের যোগ করার তাগিদ দিয়েছেন নাসের হুসেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ৫১ বছর বয়সী নাসের হুসেন বলেন, “হান্ড্রেডের উন্নতি করার উপায় হলো তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা। আমি (হান্ড্রেডে) আরও দুয়েকজন পাকিস্তানি খেলোয়াড়কে দেখতে চাই।” দ্য হান্ড্রেড এর প্রথম আসরের নারী ও পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দুই দল (ছবিঃ ইন্টারনেট)“আমি মনে করি তাদের (পাকিস্তানের) সাদা বলের ক্রিকেট অনন্য উচ্চতায় পৌঁছেছে
এবং যে কারণে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদির মতো তারকাদের প্রতি ব্রিটিশ এশিয়ান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ বাড়ছে। বড় নাম যোগ করার চেষ্টা করুন, এটাই এই টুর্নামেন্টের লক্ষ্য হওয়া উচিত।” তিনি আরও যোগ করেন। প্রসঙ্গত ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক গেল বছর ছেলে মেয়ে উভয় বিভাগেই আয়োজিত হয়েছিলো ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’।
যেখানে ছেলেদের ক্রিকেটে সাউদার্ন ব্রেভ এবং মেয়েদের ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছিলো ওভাল ইনভিন্সিবলস।