




আজ ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে বাংলার পিচের চরিত্র মাথায় রেখে আজ একাদশে ফেরানো হয় মিরাজকে, প্রত্যাবর্তনেই তিনি দেখালেন ঝলক। ইংল্যান্ডকে





রীতিমত আতঙ্কে রাখা এই স্পিনার আজ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।গত ২০২২ সালের সেপ্টেম্বরে আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সেটিই এতদিন ছিল এই ফরম্যাটে





মিরাজের সেরা বোলিং। আজ মিরাজ সেটিকে ছাড়িয়ে গেছেন। ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করার ম্যাচে মিরাজ ৪ ওভার বল করেছেন।মোটে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আউট করেছেন মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস





আর ক্রিস জর্ডানকে। এর মধ্যে কারান আর ওকসকে যেভাবে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন, এক কথায় ছিল দুর্দান্ত।এখানেই শেষ নয়। এরপর রান তাড়ায় প্রমোশন পেয়ে পাঁচ নম্বরে নেমেছিলেন মিরাজ। লো স্কোরিং ম্যাচে ১৬ বলে ২ ছক্কায় এই অলরাউন্ডার খেলেছেন ২০ রানের কার্যকর এক ইনিংস।