ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে আবারও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথমদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলে দিন শেষ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লড়াইয়ে থাকা লঙ্কানরা।দলের ইতিবাচক প্রথম দিনে তৃতীয়

লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রান করার কীর্তি গড়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস। এর আগে শ্রীলঙ্কার হয়ে ওই কীর্তি গড়েছেন কেবল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে।টস হেরে ব্যাট করতে নেমে

শ্রীলঙ্কা শুরুতে ওপেনারওসাদে ফার্নান্দোকে হারায়। ব্যক্তিগত ১৩ রান করে এবং দলীয় ১৪ রানে আউট হন তিনি। এরপর দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস ১৩৭ রান যোগ করেন। কুশল ৮৩ বলে ৮৭ রানের ঝড় দেখিয়ে ফিরে যান।দলীয় একই

রানে (১৫১) দিমুথ ৫০ রান করে আউট হন।এরপর অ্যাঞ্জেল ম্যাথুস ও দিনেশ চান্দিমাল সেট হয়ে ফিরে যান। ম্যাথুস ৪৭ রান করেন। ১০১ টেস্টের ১৭৯ ইনিংসে পুরোপুরি সাত হাজার রান করে আউট হন তিনি। চান্দিমাল আউট

হন ৩৯ রানে।এরপর নিরোশান ডিকওয়েলাও আউট হন। পরে ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ ও কাশুন রাজিথা ১৬ রান করে দিন শেষ করেন। কিউইদের হয়ে টিম সাউদি তিনটি এবং ম্যাট হেনরি দুই উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *