




তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ম্যাচে আজ মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস করা হাতছানি বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো





ইংল্যান্ডকে বাংলা ষওয়াশ করার হাতছানি টাইগারদের সামনে। টি-টোয়েন্টি ক্রিকেটের বয়স হয়ে গেছে দুই দশক। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতেও দুই দশক অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। এই সিরিজ জয় তাই বাংলাদেশের





জন্য বিশেষ কিছু। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করতে পারলে তৈরি হবে নতুন ইতিহাস।টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয় ২০১২ সালে, আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজেই তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে মুশফিকুর রহিমের দল। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ও গত বছর দুবাইয়ে আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারিয়েছে টাইগাররা।