খুনের মামলার পলাতক আসামির দাওয়াতে যাচ্ছেন সাকিব!

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে পূরণ হয়েছে হোয়ায়টওয়াশের স্বপ্নও। ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের।আগামী সপ্তাহেই শুরু হবে আয়ারল্যান্ড

সিরিজ। আর এই সিরিজের আগে একটি স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসানের।এদিকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন

ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি আরাভ খান। তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকের উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।সেই হত্যা মামলার এজাহার অনুযায়ী, আরাভের

আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশে জমা দেওয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে। পরে পাসপোর্টের নাম পরিবর্তন করে তিনি বিদেশে পালিয়ে যান।জানা যায়, ২০১৮ সালের

জুলাই মাসে খুন হন মামুন ইমরান খান। এ ঘটনায় ওই বছরের ১০ জুলাই মামুনের ভাই ঢাকার বনানী থানায় মামলা করেন। এ মামলায় ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ।মামলা ও নথিপত্রের সূত্রে জানা গেছে, নারীদের

টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের কবলে পড়েন মামুন ইমরান খান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা।

এ মামলার ৬ নম্বর আসামি হলেন আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। তিনি পলাতক। কিন্তু তার পরিবর্তে আবু ইউসুফ লিমনকে ২০২১ সালের ২০ অক্টোবর ঢাকার আদালতে আত্মসমর্পণ করানো হয়

এবং আদালত তাকে কারাগারে পাঠান। মামলার প্রকৃত আসামি রবিউল ইসলাম ওরফে আপনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে।এদিকে, আজ ১৫ মার্চ আরাভ জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান দুবাইয়ে উদ্বোধন করা হবে।

প্রতিষ্ঠানটির কর্ণধার আরাভ খান। এ স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে।এর অন্যতম কারণ হলো আরাভ জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, তাদের মধ্যে

রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে তিনি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন।শুধু সাকিব নন, আরাভ খানের জুয়েলারি শপের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে

ভিডিওবার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমিরসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *