খেলার মাঝেই বোলারকে মা’রতে ব্যাট তুললেন বাবর আজম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার করাচির জাতীয় স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৬ উইকেটে হেরেছে পেশোয়ার জালমি। বাবর আজমের অর্ধশত রান বৃথা যায়

কারণ ইউনাইটেড জালমির ১৫৭ রানের লক্ষ্য তাড়া করে ১৫ ওভারে ম্যাচ জিতে নেয়। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ম্যাচের রঙ পাল্টে দিয়ে জালমির কাছ থেকে জয় ছিনিয়ে

নেন ৩১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন। খেলা চলাকালীন এক ওভারে হাসান আলীর মুখোমুখি হওয়ার সময় বাবর একটি রান নেন এবং রান নেওয়ার সময় তিনি হঠাৎ

ব্যাট তুলে হাসান আলীর পিছনে দৌড়াতে শুরু করেন। হাসান আলীও তাকে এড়িয়ে একপাশে চলে যান। যদিও বাবর ঠাট্টা করে এই কাজ করেছিলেন। দুই খেলোয়াড়ের সুর থেকে স্পষ্ট বোঝা

যায় যে তারা ঠাট্টা করে এই কাজটি করেছেন। বাবর আজম নিজের দলের হয়ে ম্যাচ জিততে না পারলেও বিনোদনের সুযোগ হাতছাড়া করেননি। হাসান আলী ৪ ওভারে ৩/৩৫ নেন। এই

পারফরমেন্সের কারণে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *