ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মাকে হটিয়ে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন কিউই ব্যাটার মার্টিন গাপটিল। উইন্ডিজের বিপক্ষে কিউইদের তৃতীয় ও






শেষ টি-২০ ম্যাচে ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলার পথে শীর্ষস্থানে বসেন তিনি। ম্যাচটি অবশ্য হেরে গেছে নিউজিল্যান্ড। এর আগেও রোহিতকে টপকে গিয়েছিলেন গাপটিল। তবে উইন্ডিজের বিপক্ষে






দারুণ খেলে ফের শীর্ষে উঠে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এবার ফের সিংহাসনে রদবদল হলো। ১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের মোট রান এখন ৩৪৯৭। ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান






নিয়ে রোহিত এখন দুই নম্বরে। ৯১ ম্যাচে ৩৩০৮ রান করেছেন ভারতের আরেক তারকা বিরাট কোহলি। একনজরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
১) মার্টিন গাপটিল- ৩৪৯৭ রান
২) রোহিত শর্মা- ৩৪৮৭ রান
৩) বিরাট কোহলি- ৩৩০৮ রান
৪) পল স্টার্লিং- ২৯৭৫ রান
৫) অ্যারন ফিঞ্চ- ২৮৫৫ রান