লিভারপুল তারকা মোহাম্মদ সালাহের দেশ মিশরে গত রোববার একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৪১ জন, আহত হয়েছেন ৫৫ জন। ঘটনাটি ঘটেছে দেশটির






রাজধানী কায়রোর কাছের একটি শহরে। এমন বিপর্যয়ে এগিয়ে এলেন সালাহ। বিজ্ঞাপন দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। পুড়ে যাওয়া সেই গির্জাটি






পুননির্মাণ করতে তিনি দান করেছেন ৩০ লাখ মিসরীয় ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১.৪ কোটি টাকা। গির্জাটি পুড়ে যাওয়ার পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে






বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন। এর মধ্যেই এলো সালাহর অনুদানের খবর। অর্থ সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো অবশ্য সালাহর জন্য নতুন নয়।






সানডে টাইমসের জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান






করেছেন। যা তাঁর মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।