




ফ্রান্সের লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইকে হারিয়েছে পিএসজি। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে মার্শেইকে তাদেরই মাঠে ৩-০ গোলে পরাজিত করেছে পিএসজি। এই মার্শেই কিছুদিন পূর্বে





ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় রাউন্ডে পিএসজিকে হারিয়েছিল। আজকে তারা নিজেদের মাঠেই পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছে। আপনার যৌন শক্তি ফিরে পান! এই ম্যাচে জোড়া গোল করেছেন





কিলিয়ান এমবাপ্পে এবং একটি গোল করেছেন মেসি। তবে জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি এবং একটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। অর্থাৎ তিনটি গোলেই জড়িত মেসি এবং এমবাপ্পে।





ম্যাচের ২৫ মিনিটের সময় মেসির পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পরই এমবাপ্পের পাস থেকে গোল করে লিড বাড়ান মেসি। বিরতির পর ম্যাচের





৫৫ মিনিটে আরও একবার মেসি এমবাপ্পের ম্যাজিক। এবার মেসির পাস থেকে গোল করে পিএসজির লিড ৩-০ করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।