




বলা হয়ে থাকে ফুটবল বিশ্বের এমন কোন ট্রফি নেই যে সবর্কালের সেরা ফুটবলার লিওলেন মেসির হাতে ওঠেনি। তবে বাকি ছিল বিশ্বকাপের সোনালী ট্রফি। মেসির সেই স্বপ্ন পূরণ হয়েছে কাতার





বিশ্বকাপে। দীর্ঘ ৩৬ বছরের শিরোপা কাটিয়েছে আর্জেন্টিনা। মেসির হাতে উঠেছে কাতার বিশ্বকাপের সেই সোনালী ট্রফি। এইটা ছিল দুই মাস আগের ঘটনা। বর্তমানে মেসিকে নিয়ে সবচেয়ে





আলোচনায় আছেন পিএসজিতে আর থাকবেন কিনা তা নিয়ে। তবে গুন্জন উঠে আবার কি পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন এই বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি? ফের জোরালো হল সেই





জল্পনা। দু’বছর আগে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁজা-তে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ১৮ বছর বার্সেলোনায় খেলার পর চোখের জলে স্প্যানিশ ক্লাবকে বিদায় জানিয়েছিলেন।





গত ২০০৪ সালে মেসির সাবেক ক্লাব বার্সার সিনিয়র দলে অভিষেক হয়েছিল মেসির। তার আগে কাতালান ক্লাবে জুনিয়র স্তরেও খেলেন। ছোট থেকেই নজরে চলে আসেন আর্জেন্টাইন রাজপুত্র।





মেসির বার্সা ছাড়ার পর চোখের জলে ভাসান সেই ক্লাবের সমর্থকরা। কিন্তু ক্লাবের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে মেসির সম্পর্ক এতটাই তলানিতে এসে পৌঁছয় যে, ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি।





বেতন বৈষম্য রাখতে গিয়ে ঘরের ছেলেকেই ‘পর’ করে দিয়েছিল বার্সা। যোহান লাপোর্তা বার্সার প্রেসিডেন্ট হওয়ার পর মেসিকে ফেরাতে উদ্যোগী হন। ৩০ জুন মেসির সঙ্গে পিএসজির সঙ্গে





চুক্তি শেষ হচ্ছে। এখনও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের ব্যাপারে কোনও কথা বলেনি ফরাসি ক্লাব। পুরোটাই আলোচনার স্তরে রয়েছে। এ সবের মাঝেই





একটা ঘটনা ফের মেসির বার্সেলোনায় ফেরার জল্পনাকে উস্কে দিল। কী সেই ঘটনা? স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, আর্জেন্টাইন সুপারস্টারের বাবার সঙ্গে বৈঠক করেছেন বার্সেলোনা ফুটবল





ক্লাবের প্রেসিডেন্ট লাপোর্তা। প্রসঙ্গত মেসির ফুটবল সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখভাল করেন তাঁর বাবাই। গত সপ্তাহে জর্জে মেসির সঙ্গে লাপোর্তার বৈঠক এখন রীতিমতো চর্চায়। কেরিয়ারের





সায়াহ্নে দাঁড়িয়ে আছেন এলএম টেন। এই অবস্থায় মেসিকে বিশেষ সম্মান জানাতে চাইছে বার্সেলোনা। লাপোর্তা চেয়েছেন, বার্সায় খেলেই অবসর নিক মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পরই





ফ্রান্সের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য মরিয়া হয়ে ওঠেন মেসি। গত বছর সেই লক্ষ্যে সফল হননি। এ বছরও টালমাটাল অবস্থায় আছে পিএসজি। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম





পর্বে ঘরের মাঠে বায়ার্নের কাছে ০-১ হারেন মেসিরা। অ্যাওয়ে ম্যাচে জিততেই হবে মেসিদের। সঙ্গে বজায় রাখতে হবে গোল পার্থক্যও। সোমবার রাতে কাতালান শহরে ফের দেখা যায় মেসিকে।





বুস্কেতস আর জর্ডি আলবার সঙ্গে সপরিবার ডিনারে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারকে। মেসির বার্সায় ফেরার জল্পনা এখন কোন দিকে যায় সেটাই দেখার!