ক্যারিবীয় কিংবদন্তি বোলার সুনীল নারিনকে দলে ভিড়িয়ে চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল শুরুর অনেক আগেই এসেছিলেন ঢাকায়। এরই মধ্যে কুমিল্লা তিন ম্যাচ খেলে ফেললেও দলের হয়ে মাঠে নামা হয়নি নারিনের।শুরুর দিকে
অসুস্থতার কারণে নারিন খেলছেন না বলে জানিয়েছিল কুমিল্লা।তবে সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জয়ের পর মূল কারণ জানালেন ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।তিনি জানান, নতুন করে ইনজুরিতে পড়েছেন
ক্যারিবিয়ান স্পিন কিংবদন্তি।এ কারণে একাদশে দেখা যাচ্ছে না তাকে। তবে ফিট হয়ে ওঠা পর্যন্ত তার জন্য অপেক্ষা করতেও রাজি দল।সালাউদ্দিন জানান, সে এখনো খেলার মতো অবস্থায় নেই। আগে থেকেই অসুস্থ ছিল, এর মধ্যে আবার নতুন করে
ইনজুরিতে পড়েছে।এদিকে সাগরিকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় চ্যালেঞ্জার্স বাহিনী।
সোমবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্টের বিধ্বংসী ইনিংসে ১৮৩ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে চট্টগ্রামের ইনিংস থামে
১৩১ রানে।ভিক্টোরিয়ান্সের পক্ষে ১৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম।এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চ্যালেঞ্জার্স বাহিনী। ৯ রান তুলতে তারা হারায়
কেনার লুইস ও আফিফ হোসেনের উইকেট।দুজনেই সমান ৪ রান করে সাজঘরে ফেরেন। ওপেনার উইল জ্যাকস অবশ্য একাই দলের পক্ষে লড়াই চালিয়ে যান। তাকে সঙ্গ দিতে এসে ব্যর্থ হন সাব্বির রহমান,
মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাঈম ইসলাম।শেষ ভরসা বেনি হাওয়েলও এদিন জ্বলে উঠতে পারেননি। সাব্বির ৫, মিরাজ ১০, নাঈম ৮ এবং হাওয়েল ২ রান করে সাজঘরে ফেরেন।