




মোস্তফা সিল্লা। ছয় মাস আগে যোগ দিয়েছিলেন আইভরি কোস্টের ক্লাব রেসিং ডি’আবিদজানে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। খেলতে খেলতে মাঠেই অসুস্থ হয়ে পড়েন এই ফুটবলার। ফরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।





রোববার (৫ মার্চ) আইভরি কোস্টের প্রথম বিভাগের ফুটবল লিগের একটি ম্যাচ খেলার সময় মোস্তফা সিল্লা অসুস্থ অনুভব করেন। পরবর্তীতে মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পথেই ২১ বছর বয়সী এ ডিফেন্ডারের মৃত্যু হয়।মুস্তফা সিল্লার





মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রেসিং ডি’আবিদজানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আমাদের ডিফেন্ডার মোস্তফা সিল্লা আজ সন্ধ্যায় রেসিং ডি’আবিদজান ও সোল এফসির মধ্যকার ম্যাচ চলাকালে মাঠে অসুস্থতার কারণে মারা গেছেন।”





রেসিং ডি’আবিদজানের ক্লাব প্রেসিডেন্ট লোগোসিনা সিসে বলেন, “হাসপাতালে নেওয়ার সময় মোস্তফা মারা যান। সে গত সেপ্টেম্বরে মাত্র ২১ বছর বয়সে ক্লাবে যোগ দেয়।”রেসিং ডি’আবিদজান ২০২০ সালে আইভরি কোস্টের প্রথম বিভাগের ফুটবল লিগের শিরোপা জিতেছিল। বর্তমানে তারা লিগের পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।