দুবাইয়ে ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ফুটবলারের মৃত্যু হয়েছে।খেলা চলাকালীন সময়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ ফুটবলার আলফি নান। এক বিবৃতিতে ফিশার এফসি ২০১৫-১৬ মৌসুমে তাদের হয়ে খেলা আলফি নান দুবাইয়ে
খেলার সময় মৃত্যুবরণ করেছে বলে তারা নিশ্চিত করে। এই বিয়োগান্তক মুহূর্তে প্র্যাত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানায় ক্লাবটি।একটা সময়ে ইংল্যান্ডের অপেশাদার, আধা পেশাদার লিগে খেলতেন ৩৫ বছর বয়সী আলফি। ক্যান্টারবুরি
সিটি, বেকেনহ্যাম টাউনের মতো ক্লাবে খেলতেন তিনি। এজেন্ট হিসেবে কাজের উদ্দেশে দুবাই যান তিনি। সেখানেই ফুটবল খেলতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আলফি নান।