যুব বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট মাতানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে রাঙিয়েছেন। মঙ্গলবার ২৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হলো মাহমুদুল হাসান জয়ের। আর বিপিএল অভিষেকে যথারীতি ছড়ালেন আলো। কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের হয়ে মঙ্গলবার নিজের প্রথম বিপিএল ম্যাচ খেলতে মাঠে নামেন তরুণ এই ব্যাটার।ওপেনিং এ ব্যাট করতে নেমে ষোলতম ওভারের দ্বিতীয় বারবল পর্যন্ত। ৩৫ বল মোকাবেলা করে রান করেছেন ৪৮। হাকিয়েছেন ৮টি চার ও একটি
ছক্কা। জয়ের মতই শান্তশিষ্ট কিন্তু কার্যকরী ব্যাটিং দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পরামর্শ স্টিভ রোডস।রোডস আশা প্রকাশ করেন ভবিষ্যতের উজ্জ্বল এক তারকা হতে যাচ্ছেন জয়। রোডস বলেন বিপিএল অভিষেকেই
জয় অনেক ভালো খেলেছে। সে খুব শান্ত স্বভাবের ছেলে। সব সময় সবকিছু খুব স্বাভাবিক রাখে। কখনো ঘাবড়ে যেতে দেখি নি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখেছে এখন বিপিএলেও পা রাখলো। সে ভবিষ্যতের উজ্জ্বল একজন তারকা।