চেলসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো। দুইবারের চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাবটি মঙ্গলবার রাতে হেরে গেছে ক্রোয়েশিয়ার ক্লাব ডাইনামো জাগরেবের কাছে। নিজেদের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়ার চ্যাম্পিয়ন জাগরেব। দুই দলের এটিই ছিল প্রথম সাক্ষাৎ। প্রথম দেখাতেই চমকে দিলো জাগরেব।






ম্যাচে বল দখল আর শটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি টমাস টুখেলের দল। তারা মোট ১৫টি শট নেয়, যার মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্য দিকে ৬ শটের তিনটি লক্ষ্যে রেখে একটিতে গোল আদায় করে নেয় জাগরেব।






ম্যাচের ১৩ মিনিটেই লেটস উইঙ্গার মিসলাভ ওরসিচের গোলে লিড নেয় জাগরেব। এরপর ম্যাচে ফেরার চেষ্টায় একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি।কিন্তু অবামেয়াং-স্টার্লিং-হাভেরটজদের কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি। বরং বেশিরভাগ আক্রমণই ছিল অগোছালো। তাই শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ জায়ান্টদের।এই গ্রুপের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান ও সালসবুর্ক।