




এবার ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরির দেখা মিললো। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিদেশি ক্রিকেটার আজিম নাজির কাজীর ব্যাট থেকে আসে ঝকঝকে ১০২ রানের ইনিংস। কিন্তু সেঞ্চুরিটা বৃথা যায় দলের পরাজয়ে।





ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ৮ উইকেটে ২৪৩ রান করে। জবাবে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ৩৮.৫ ওভারে ২১৫ রান তুলে নেয়।এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে





যায়। ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে। দিনের শুরুতে বল হাতে নিয়ে চমকে দেন মাশরাফি। ৩৮ বছর বয়সী পেসার নতুন বলে টানা ৮ ওভার বোলিং করেন। সাফল্য পান। পাওয়ার প্লে’র শেষ ওভারে পরপর দুই বলে ফেরান জহুরুল





ইসলাম অমি ও মার্শাল আইয়ুবকে। হ্যাটট্রিকের বলটি রুখে দেন আজিম নাজির।পরবর্তীতে দলের রান একাই টেনেছেন ভারতীয় ক্রিকেটার। তাকে সঙ্গ দিয়েছেন সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনার ফিফটি তুলে ৬২ রানে ফেরেন। আজিম প্রায় শেষ





পর্যন্ত ক্রিজে থেকে পেয়ে যান সেঞ্চুরি। ১০৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় খেলেন ১০২ রানের ইনিংস। শেষ দিকে আবু হায়দার রনি ২৪ রান করলে দলের পুঁজি বড় হয়।বল হাতে রূপগঞ্জের সেরা ছিলেন চিরাগ জানি। ডানহাতি পেসার ৩৮ রানে ৩ উইকেট





নেন। লক্ষ্য তাড়া করতে নেমে মুনীম শাহরিয়ারের ৪৩ ও সাব্বির রহমানের ৪৯ রানে জয়ের দিকে এগিয়ে যায় রূপগঞ্জ। এরপর ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লক্ষ্য আরও সহজ করে দেন ইরফান শুক্কুর ও চিরাগ জানি। ইরফান ৭৭ বলে ৭১ রান
করেন ৬ চার ও ১ ছক্কায়।৩৩ বলে ২৯ রান আসে চিরাগের ব্যাট থেকে। জয় থেকে তখন রূপগঞ্জ ২৮ রান দূরে। তখন দেখা দেয় আলোক স্বল্পতা। কিন্তু ডাকওয়ার্থ লুইস আইনে তারা এগিয়ে ছিল। তাই ম্যাচের ফল বের করতে তেমন সমস্যা হয়নি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন চিরাগ জানি।