জাতীয় দলকে ঘিরে নতুন মিশন নিয়ে বাংলাদেশে এসেছে কোচ চান্দিকা হাথুরুসিংহে : সোহান

বাংলাদেশ জাতীয় দলকে ঘিরে নতুন মিশন নিয়ে গতকাল ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। গতকাল এসেই আজ মিরপুরে ক্রিকেটারদের

সাথে কুশল বিনিময় করেছেন তিনি। ২০১৪ সালের ডুবতে থাকা বাংলাদেশ দলের হাল ধরেছিলেন হাথুরুসিংহে। তারা আমল থেকেই নিয়মিত জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। বিশেষ করে ঘরের

মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে টাইগাররা। তবে এবার আরো বড় পরিকল্পনা নিয়ে তিনি এসেছে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নজরুল হাসান সোহান। আজ মিরপুরে

সাংবাদিকদের সাথে আলাপকালে হাথুরুসিংহেকে নিয়ে তিনি বলেন, “উনি (হাথুরুসিংহে) যেটা বলল, ওর একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা অনুযায়ী আসলে আগাচ্ছে।পরিকল্পনা

অনুযায়ী হাথুরুর পরিকল্পনা ভালো। পরিকল্পনামাপিক ও খুব ভালো এবং টেকনিক্যাল যে জিনিসগুলো আছে ও ওইভাবে হোম ওয়ার্ক করেই আসছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের

জন্য ভালো কিছুই হবে।” পুরোনো অনেককেই পেয়েছেন হাথুরুসিংহে। তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলামের সঙ্গে প্রথম দিনই

সাক্ষাৎ হয়েছে তারা। সঙ্গে নতুন করে ইবাদত হোসেন, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়দের সঙ্গে পরিচিত হয়েছেন। নতুন পুরোনো

মিলিয়ে কাজের ভালো পরিবেশ হারুথুসিংহে পাবেন বলে বিশ্বাস করেন সোহান, “ও প্রথম যেখানে এসেছিল এবং যেখানে শেষ করছে তখন থেকে অনেক কিছু পরিবর্তন আছে। আমার কাছে মনে

হয় যে বেশিরভাগই হয়তো ওর পরিচিত। একজন দু’জন বাদে। সেহেতু কাজ করতেও বেশি সুবিধা হবে, যেহেতু বিসিবিও তাকে নিয়ে এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *