জাতীয় দলে ফেরা নিয়ে বিজয়কে কাঠগড়ায় দাঁড় করালেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ

২০১২ সালের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। অভিষেকের পর নিজেকে প্রমাণ করে জাতীয় দলে থিতু হয়েছিলেন। তবে চোট আর চোটপরবর্তী ফর্মহীনতার কারণে দল থেকে একসময় বাদ পড়তে

হয়। আর এজন্য বিজয় কাঠগড়ায় দাঁড় করেছিলেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।ঘটনাক্রমে সেই হাথুরু আবারও বাংলাদেশের প্রধান কোচ। বিজয় প্রিমিয়ার লিগে রানের রেকর্ড গড়ে জাতীয় দলে ফিরেছিলেন বটে, তবে

হাথুরু আসার পর আর জায়গা পাচ্ছেন না দলে। তখন যখন সবাই আবার পুরনো কাসুন্দি ঘাঁটা শুরু করেছেন, তখন বিজয় আছেন কোচের সাথে কথা বলার অপেক্ষায়।ডিপিএলে দল পরিবর্তন করলেও রানের অভ্যাস বদলায়নি বিজয়ের।

আবাহনীর জার্সিতে নতুন আসর শুরু করেছেন সেঞ্চুরি দিয়ে। এরপর তিনি বলেন, ‘জাতীয় দলে তো অবশ্যই খেলতে চাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, থাকবেও না।এটাই একজন খেলোয়াড়ের স্বপ্ন। যেখানেই খেলি উদ্দেশ্য থাকে জাতীয়

দলে খেলার। এই মাথায় কাজ করে। প্রিমিয়ার লিগ ওয়ানডে ক্রিকেটের অনেক বড় মঞ্চ। শুরুটা ভালো করতে পেরেছি ভালো লাগছে। ইচ্ছা ছিল, চেষ্টা ছিল।’সেই জাতীয় দলের মাস্টারমাইন্ড এখন হাথুরুসিংহে, আগের দফা

যার সাথে বিজয়ের বনিবনা হয়নি। এবার হাথুরু আসার এক মাস হয়ে গেলেও বিজয়ের সাথে এখনও কোনো কথা হয়নি। বিজয়ের ভাষায়, ‘না সেভাবে আসলে কথা হয়নি। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব কথা বলার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *