উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি এবং ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এই দুটি দলের লড়াই শুরু হবে রাত ১ টায়।
জুভেন্টাস এবং পিএসজির মধ্যকার এই ম্যাচে পিএসজির একাদশ কেমন হতে পারে,পিএসজির সর্বশে ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল নেইমার এবং সর্জিও রামোসের মত প্লেয়ারকে।






জুভেন্টাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের।জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে তারা দুজনেই ফিরবেন। সঙ্গে পিএসজির সেরা একাদশের সবাই থাকবেন এই ম্যাচে। দলে নেই কোন ইনজুরি বা নিষেধাজ্ঞার সমস্যা।
পিএসজির সম্ভাব্য একাদশ: ডুনারুম্মা, রামোস, মার্কুইনহোস, কিম্পেম্বে, হাকিমি, নুনু মেন্ডেস, ভিতিনহা, ভেরাত্তি, মেসি, এমবাপ্পে, নেইমার।