উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের শুরুটা জয় দিয়ে করল জায়ান্ট পিএসজি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরেক জায়ান্ট জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করেছে তারা।চ্যাম্পিয়নস লিগের আজকের এই ম্যাচে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্সের ক্লাবটি






পিএসজির মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের ৫ম মিনিটে নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে।২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই ফ্রান্স তারকা।এরপর অবশ্য পিএসজিকে আর কোন গোল করতে দেয়নি জুভেন্টাস। ম্যাচের ৫৩ মিনিটে ম্যাককেনি একটি গোল পরিশোধ করেন। তবে হার এড়াতে পারেনি।