টাইগারদের সফল অধিনায়ক মাশরাফিকে দেখেই জড়িয়ে ধরে অবিশ্বাস্যভাবে যা বললেন বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির এমন ব্যবহারে বেশ আপ্লুত এই অভিনেতা। পুরো বিষয়টি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

মাশরাফির সঙ্গে চঞ্চল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা…অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা… এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।’

মাশরাফি ও চঞ্চল- নেটিজেনদের পছন্দের দুজন এক ফ্রেমে আর প্রতিক্রিয়া তৈরি হবে না তা তো হয় না। প্রচুর প্রতিক্রিয়ার পাশাপাশি নেটিজেনরা ভালোবাসার ইমোজি ব্যভার করেছেন।
একইসঙ্গে অজস্র মন্তব্যে ভরে গেছে বাক্স।

একজন লিখেছেন, ও ভাইয়া কি দারুণ লাগছে আপনাদের, আর কতো সুন্দর করে বললেন। সত্যিই অতুলনীয় মূহুর্ত।জীবনের মুহূর্তগুলো আপনার ঐ ভুবনমোহিনী হাসির স্পর্শে কাণায় কাণায় পূর্ণ হয়ে থাক আপনার জীবন সমুদ্র

ভাইয়া। দুজনের জন্যই আন্তরিক শুভকামনা।আরেকজন লিখেছেন,বাংলাদেশের দুই ধারার দুই জন সেরা মানুষকে এক সাথে দেখে চোখেরও শান্তি আসে। অনেক অনেক ভালোবাসা দুজনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *