টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের শেষ মুহুর্তে তাসকিনের ২৬৬.৬৭ স্টাইক রেটে তান্ডব! বিশ্বসেরাদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। তবে পাওয়াড়ট প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে আগের ম্যাচে জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য ইনিংসে ভর করে ৪ উইকেটের জয়

তুলে নেয় সাকিব আল হাসানের দল।এতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথম কোনো সিরিজ জিতল লাল সবুজের বাংলাদেশ।এর আগে মিরপুর শেরে বাংলায় আজ রবিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিন

আর মুস্তাফিজ দুই প্রান্ত থেকে শুরু করেন আক্রমণ।তৃতীয় ওভারেই ব্রেক থ্রু দেন তাসকিন। তার বলে হাসান মাহমুদের তালুবন্দি হয়ে ফিরেন ডেভিড মালান (৫)। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাটিং লাইনআপ বদলে মঈন

আলীকে নামানো হয় তিনে। পাওয়ারপ্লেতে আসে ৫০ রান।৭ম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। তৃতীয় বলেই সাফল্য। অসাধারণ ফিরতি ক্যাচে ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে ফেরত পাঠান বাংলাদেশ অধিনায়ক। এরপর মঞ্চে

আসেন হাসান মাহমুদ। এই তরুণ পেসার আজও বোল্ড করে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে (৪)।মঈন আলীকে তিনে নামিয়ে লাভ হয়নি ইংলিশদের। ১৭ বলে ১৫ রান করা অল-রাউন্ডারকে ফেরান একাদশে সুযোগ পাওয়া মেহেদি মিরাজ।

৯ ওভারে মাত্র ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ইংল্যান্ড। রান রেট নেমে যায় ছয়ের নিচে।বিপর্যয়ের শেষ হয়নি আর। ১৫তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের দ্বিতীয় আর চতুর্থ বলে ফিরিয়ে দেন স্যাম কারেন

(১২) আর ক্রিস ওকসকে (০)। দুজনকেই স্টাম্পড করে বড় কৃতিত্বের ভাগীদার উইকেটকিপার লিটন দাস।৯১ রানে নেই ৬ উইকেট! তার চতুর্থ শিকার ক্রিস জর্ডান (৩)। শেষ ওভারে বেন ডাকেটকে (২৮) ফেরান মুস্তাফিজুর রহমান।

অনেকটা দৌঁড়ে এসে অসাধারণ ডাইভে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।চতুর্থ বলে রান-আউট হয়ে যান রেহান আহমেদ (১১)। শেষ বলে জোফরা আর্চার (০) রান আউট হলে ১১৭ রানে অল-আউট হয় ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *