




বাংলাদেশ দলের টিম হোটেলে তামিম ইকবালদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ ছাড়াও আছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স





কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে এই বৈঠকে নেই সাকিব আল হাসান। তিনি একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন।সোমবার রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়। সাড়ে ৭টায়





শুরু হওয়ার কথা থাকলেও বিসিবি সভাপতি আসেন পৌনে ৮টায়। তার ১৫ মিনিট আগে আসেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। পাপন আসার পরেই মূলত বৈঠকটি শুরু হয়।ইংল্যান্ড





সিরিজের আগে বিসিবি সভাপতির একটি সাক্ষাতকারকে কেন্দ্র করে মাঠের ক্রিকেটের চেয়েও আলোচনা চলছে বেশি বাইরের বিষয় নিয়ে। তিনি জানিয়েছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে





বড় সমস্যা গ্রুপিং। তার মতে এই গ্রুপিং সৃষ্টি হয়েছে সাকিব-তামিমের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম জানিয়েছেন দলে কোনো গ্রুপিং





নেই। তার দেড় যুগের ক্যারিয়ারে কখনো জাতীয় দলে গ্রুপিং দেখেননি বলেও মন্তব্য করেন।আর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম জানিয়েছেন মাঠে সব ঠিকঠাক তাদের মধ্যে। বাইরে কি চলছে এটা কোনো বিষয় না তার কাছে।