টি-২০ বিশ্বকাপে হোবার্টে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচে অদ্ভুত এক ঘঠনার সাক্ষী ক্রিকেট বিশ্ব। ঘটনাটি ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।






ম্যাচে নিয়ম বহির্ভূত ফিল্ডিং করে জরিমানা হিসেবে অতিরিক্ত একটি বল করতে হয়েছে তার দলকে। এছাড়া ব্যাট হাতে ঝড় তুলেও নিশ্চিত জয় পাওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে






হয়েছে ডি ককদের। ঘটনাটা ইনিংসের নবম ওভারে চলাকালীন। ঐ ওভারের তৃতীয় বলে থার্ডম্যান থেকে ফিল্ডারের থ্রো করা বল সরাসরি এসে পরে উইকেটকিপার ডি ককের খুলে রাখা






কিপিং গ্লাভসে। প্রথমে আম্পায়ার পাঁচ রানের জরিমানার সংকেত দিলেও পরবর্তীতে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এক বল অতিরিক্ত করতে বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। ৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।