অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স টপ অর্ডার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। বিপিএলের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। তবে ব্যক্তিগত তৃতীয় ম্যাচে জ্বলে উঠেছে তার ব্যাট। তার ৮৩ রানের সুবাদে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে ১৮৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় এক রান করে
প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে এর উপরেই লিটন দাস এবং প্লেসিস মিলে গড়ে তোলেন ৮০ রানের পার্টনারশিপ।হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। ৩৪ বলে ৫টি চার এবং একটি ছক্কা
হাঁকিয়ে ৪৭ রান করে নাসুম আহমেদ এর বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এরপর এক নাম করে অধিনায়ক ইমরুল কায়েস আউট হলেও ক্যামেরন ডেলপোর্ট কে সাথে নিয়ে বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকেন ফাফ দু প্লেসিস।৫৫ বলে ৮টি
চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসিস। এছাড়াও ২২ বলে ৪টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়ে ৫১ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন ডেলপোর্ট।কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক),
লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস
(উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাইম ইসলাম (অধিনায়ক), শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।