





বিপিএলের এবারের আসরে প্রথম দিকে ম্যাচগুলোতে কেবলই হার কপালে জুটছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টানা তিনটি ম্যাচ হেরেছিল তারা। তবে সেই হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার পর






এখন টানা জিতেই যাচ্ছে ভিক্টোরিয়ান্সরা। আজকে ঢাকাকে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসরা। আজকের ম্যাচে ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০






ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে ওপেনার রিজওয়ান ৪৭ বলে ৫৫ রান করেন। ইমরুল কায়েস ২৬ বলে ৩৩, জনসন চার্লস ১৯ বলে ২০ রান করেন। তবে কুমিল্লার






রান রীতিমত রকেটের মত বাড়তে থাকে খুশদিলের ব্যাটিং তান্ডবে। মাত্র ২৪ বলে ৬৪ রান করেছেন তিনি। তার ব্যাটিং তান্ডবেই বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে






৪ উইকেটে ১৫১ রান করে ঢাকা। ঢাকার পক্ষে অধিনায়ক নাসির হোসেন ৪৫ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেও সতীর্থদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।