




ফুটবলারদের উপর ধর্ষণের অভিযোগটা যেন ইদানিং একটু বেশিই শোনা যাচ্ছে। কিছুদিন আগেই দানি আলভেস ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং এখন তিনি কারাভোগ





করছেন। সেই রেশ না কাটতেই এবার আশরাফ হাকিমির নামে ধর্ষণের অভিযোগ এসেছে। এক তরুণী পুলিশের কাছে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ফ্রান্সের গনমাধ্যম





লা প্যারিসিয়ান জানিয়েছে, একজন তরুণী থানায় গিয়ে পুলিশকে জানায় যে, হাকিমি তাকে ধর্ষণ করেছে। তবে সে হাকিমির বিরুদ্ধে কোন মামলা করতে চায়নি, শুধু জানাতে এসেছিল যে হাকিমি





তাকে ধর্ষণ করেছে। তবে পুলিশ বিষয়টি হালকা ভাবে না নিয়ে তদন্ত করতে শুরু করেছে। তরুণী জানিয়েছে, তাদের মধ্যে পরিচয় হয়েছিল গত ১৬ জানুয়ারী। কিন্তু গত শনিবার তরুণী





গিয়েছিল হাকিমির বাসায় এবং সেখানেই ধর্ষণের শিকার হয়। এরপরই তরুণী চলে যায় পুলিশের কাছে বিষয়টি জানানোর জন্য।