




দ্বিতীয় দফায় বাংলাদেশে আসা নতুন কোচ চান্দিকা হাথুরুসিংহের অধীনে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সদ্য শেষ হয়ে যাওয়া





বিপিএলের পর ছুটি কাটিয়ে শুধু সাকিব আল হাসান বাদে অনুশীলনে যোগ দিয়েছেন সকল ক্রিকেটাররা। আসন্ন এই সিরিজ লক্ষ্য করে গতকাল মিরপুরে কঠোর অনুশীলন করেছেন অধিনায়ক





তামিমের বাহিনী। গতকাল ব্যাটিং অনুশীলনে দেশ সেরা ওপেনার তামিম ও দারুন ফর্মে থাকা লিটনদের পেছনে ফেলে নজর করেছেন তৌহিদ হৃদয়। এঈ দিন মিরপুরে দুপুর ২টা থেকে রাত





৮টা পর্যন্ত চলে ম্যাচ প্র্যাকটিস। ৬ ঘণ্টা ধরে ফ্ল্যাড লাইটের আলোয় ১০ ওভার, ৬ ওভার ও ৪ ওভারে ৭টি ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগ





হয়ে খেলা এই ম্যাচ প্র্যাকটিসে হৃদয় ছিলেন সবার চেয়ে এগিয়ে। তিনি দুর্দান্ত ব্যাটিং জাদু দেখিয়েছেন। অনুশীলনে দুইবার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন হৃদয়। যেখানে প্রথম ইনিংসে ২২ বলে





করেন অপরাজিত ৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ বলে করেন অপরাজিত ৪২ রান। ২ ইনিংস মিলে ছয়টি ছয় এবং সাতটি চার মেরেছেন তিনি। তবে হৃদয় ছাড়া সফল হতে পারেননি আর কোন





ব্যাটসম্যান। চার ইনিংসে মুশফিকুর রহিম করেছেন ৭, ১০, ১০ ও ২১ রান। তামিম ইকবাল করেছেন ৪৬, ১১, ১ রান। লিটন দাস দুবার ব্যাটিং করে ৩২ ও ২০ রান করেন। একই অবস্থা মাহমুদউল্লাহ





রিয়াদ-নাজমুল হাসান শান্তরও। মাহমুদউল্লাহ ১৭, ৪, ১৩ ও ২ রান, শান্ত ০, ১০, ২ ও ১৮ রান করেন।