তাসকিনের এমন ছক্কায় পুরো ক্রিকেট বিশ্ব অবাক, দেখুন ভিডিও সহ

ইংল্যান্ড স্রিরিজ শেষ হয়ে না হতে আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ। সিলেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এইদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সফরকারী

আইল্যান্ড। সেই সুবাদে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়।ব্যাট করতে নেমে বাংলাদেশে ৫০ ওভারে ৩৩৮ রান সংগ্রহ করে। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান এর আগে বাংলাদেশের একদিনের ম্যাচে

সর্বোচ্চ রান ছিল৩৩৩।আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দলের অধিনায়ক তামিম ইকবাল তেমনটা সুবিধা না করতে পারলেও সাকিব ও অভিষেক হওয়া তৌহিদ হৃদয় ব্যাটিংয়ে জাদু দেখিয়েছে। বাংলাদেশ ক্রিকেটে সাকিব

আল হাসানের এমন ব্যাটিং হরহামেশা দর্শকরা দেখেই থাকেন। ৯৩ আউট হয়ে সেঞ্চুরি হাত ছাড়া করেন এই দেশ সেরা অলরাউন্ডার। তিক তেমনই ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি হাত ছাড়া করেন তৌহিদ হৃদয়ও।

তবে শেষের দিকে তাসকিন আহমেদ ব্যাট করতে নেমে দর্শকদের অবিশ্বাস্য একটি ছক্কা উপহার দেন। তাসকিন আহমেদর ড়ি ছক্কা টি ছিল ১০১ মিতার দীর্ঘ। যা একজন স্বীকৃতিপ্রাপ্ত বলার বোলারের ক্ষেত্রে অবিশ্বাস্য কিছু… ছক্কাটি দেখুন এই ভিডিওতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *