অবশেষে বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আজ ১৩






আগস্ট গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দীর্ঘ সময় বৈঠক করেছেন সাকিব আল হাসান সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তা। বৈঠক






শেষে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক এর নাম ঘোষণা করেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। এরপরে সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য টি-






টোয়েন্টি দল ঘোষণা করে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই ফলে একাদশে ৩ বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। এছাড়াও দলের সুযোগ পেয়েছেন






অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন। তবে সুযোগ হয়নি সৌম্য সরকারের। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম এবং মুনিম শাহরিয়ার। তবে ফিটনেস সাপেক্ষে






দলের সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন






সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে) ও তাসকিন আহমেদ।