টি-২০তে এবার অন্যরকম সেঞ্চুরির মালিক হতে যাচ্ছেন বাংলাদেশ টি-২০ দলের বর্তমান দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিষয়টি চমকানো মতো সবার কাছে। কারন এভাবে আগাম বলা যায়না যে সাকিব সেঞ্চুরি করবে টি-২০তে। হ্যা সাকিব






সেঞ্চুরি করবেন।আর সেটা এই এশিয়াকাপের বংলাদেশের প্রথম ম্যাচে। তবে সেঞ্চুরিটা ব্যাট হাতে হবে না। আসন্ন এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ সাকিবের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ হতে চলেছে। ৯৯ ম্যাচের ক্যারিয়ার নিয়ে তিনি






এশিয়াকাপ খেলতে যাবেন। সেখানে তিনি তার টি-২০ ক্যারিয়ারের সেঞ্চুরি করবেন।শুধু সাকিব আল হাসান নয়, এশিয়া কাপের মধ্য দিয়ে ম্যাচের সেঞ্চুরি করবেন বিরাট কোহলিও। সাকিবের মত কোহলির ম্যাচ সংখ্যা ৯৯। এশিয়া কাপের সুপার






ফোরে উঠলে এই তালিকায় যোগ দিবে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী, ৯৬ ম্যাচ নিয়ে নবী যাবেন এশিয়া কাপে।আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই পর্যন্ত ১৩ জন ক্রিকেটার শতাধিক ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশেরও আছে দুজন; মাহমুদউল্লাহ (১১৯) ও মুশফিকুর রহিম (১০০)।