তৌহিদ হৃদয়কে দলে নেওয়ার গোপন রহস্য জানালেন বাশার

মেহেদি হাসান মিরাজকে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে কাউ কর্নারে দারুণ ছয়, এরপর মোস্তাফিজুর রহমানের বলকে মামুলি বানিয়ে ফ্লিক করে দৃষ্টিনন্দন চার। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট

স্টেডিয়ামে নিজেদের মধ্যে চলা ম্যাচ প্র্যাক্টিসে এভাবেই ব্যাটিং করে গেছেন তৌহিদ হৃদয়। অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত আউট হলেও হৃদয়কে ফেরাতে পারেননি মোস্তাফিজরা। তার

দল ৬ ওভারে ১ উইকেটে ৬৩ রান করে। হৃদয় একাই ৩৩ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার যখন হৃদয়রা ম্যাচ প্র্যাক্টিস করছিলেন তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নির্বাচক

হাবিবুল বাশার। হৃদয়কে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের। বাংলাদেশ ‘এ’ দলসহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের

পর সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অসাধারণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। বাশার বলেন, ‘এই ছেলে

(তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফর্মম্যান্সই খুব বেশি চোখে পড়েছে,

অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফর্মম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।’ এবারের বিপিএলে হৃদয়

রান করেছেন, কিন্তু যেভাবে তিনি খেলেছেন নজর কেড়েছেন সবার। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি। অন্যদিকে প্রথম শ্রেণি কিংবা লিস্ট

‘এ’তে হৃদয় ব্যাটিং করতেন ঠাণ্ডা মেজাজে, দেখেশুনে ধরে খেলায় পারদর্শী ছিলেন। লিস্ট ‘এ’তে তার স্ট্রাইক রেট ৭৯.৬৬। এ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২০.৮১। এবারের

বিপিএলে যা ছিল ১৪০.৪১। ‘প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা

মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল’-এভাবেই বলেছেন বাশার। হৃদয় বিপিএলে খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। বিপিএল ফাইনাল চলাকালীন ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাওয়ার

খবর পান। তখন প্রতিক্রিয়া দিতে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন দ্রুতই ডাক পেয়েছেন হৃদয়। কিন্তু বাশার বুঝিয়ে দিলেন, একটি দীর্ঘ প্রক্রিয়ার পরই দলে নেওয়া হয়েছে।

অর্থ্যাৎ শুধু বিপিএলের ব্যাটিং দেখে দলে নেওয়া হয়নি তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *