





বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে তুলনামূলক দুর্বল দল গড়েছিল ঢাকা ডমিনেটর্স। যে কারণে টুর্নামেন্টের ম্যাচগুলিতেও তার প্রভাব পড়তে দেখা গিয়েছে। গতকাল খুলনা টাইগার্সের






বিপক্ষে ম্যাচটি ছিল ঢাকার জন্য অগ্নিপরীক্ষা। এই ম্যাচে হেরে গেলে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে যেত ঢাকা। কিন্তু সেটি হতে দেননি তাসকিন আহমেদ। গতকাল তার বিধ্বংসী বোলিংয়ে






মাত্র ১০৮ রান সংগ্রহ করেও খুলনা টাইগার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এত অল্প রান ডিফেন্ড করতে গিয়ে তাসকিন হারাননি বিশ্বাস। জানিয়েছেন প্রতিটি ম্যাচেই আত্মবিশ্বাসে






নিয়ে মাঠে নামেন তিনি। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন “এই ম্যাচটা অবশ্যই জিততে হতো। হারলে আমরা টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকেই যেতাম। এই ম্যাচটা






জিতে এখনও আশা আছে। আমরা যদি পরের ম্যাচগুলো জিতি, কে জানে আমরা কোয়ালিফায়ার করতেও পারি। আমি আমার ভূমিকা জানি, দ্রুত ও আগ্রাসী বোলিং করা। আলহামদুলিল্লাহ ম্যাচটা






জিততে পেরেছি এবং অবদান রাখতে পেরেছি, খুব ভালো লাগছে।” নিজে ছাড়াও অন্য বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি তাসকিন, “উইকেট ভালো ছিল। উইকেট ভালো না হলে তো দিনের প্রথম






ম্যাচে (বরিশাল বনাম সিলেট) বড় সংগ্রহ হতো না। আসলে আমরা ভালো বল করেছি, ওরাও (প্রতিপক্ষ) ভালো বল করেছিল। আমরা তুলনামূলক ভালো বোলিং করেছি, সবাই শৃঙ্খল ছিল”।