দারুণ সুখবর দিয়ে পাকিস্তানে খেলার সুযোগ পেলেন জাহানারা আলম

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষে বিশ্রামে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে ক্রিকেটারদেরও তেমন ব্যস্ততা নেই। তাই পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার।তবে এবার পাকিস্তানে

খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন এই টাইগ্রেস পেসার।শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাহানারা। সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন। যার নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।জাহানারার দল সুপার উইমেন ছাড়াও অন্য দলটির নাম

অ্যামাজন। পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ দলটির নেতৃত্বে রয়েছেন।দু’দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান

ক্রিকেট বোর্ড (পিসিবি)।প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ। পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করবে তারা।জানা গেছে, এ বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু

করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রস্তুতি হিসেবে চলমান পিএসএলের মধ্যে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা।প্রদর্শনী ম্যাচের জন্য এই দুটি দল গঠন করা হয়েছে। দু’দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *