




আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাব রিভারপ্লেটের প্রতিনিধি দল ঢাকায় পা রেখেই বৈঠক করেন দেশের ফুটবলের শীর্ষ চার ক্লাবের সঙ্গে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রিভারপ্লেটের ন্যাশনাল ও





আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার চার ক্লাবে সঙ্গে বৈঠক শেষে জানান, তারা বাংলাদেশে একটি একাডেমি গড়ে তুলতে চায়। রাজধানীর একটি হোটেলে





বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন রিভারপ্লেটের প্রতিনিধিরা। প্রাথমিক পর্যায়ের সেই আলোচনায়





বাংলাদেশ ও আর্জেন্টিনার যৌথভাবে কাজ করার ইঙ্গিত বেশ স্পষ্ট। পেশাদার ফুটবলে ক্লাবগুলোর একাডেমির বিকল্প নেই। অথচ, বাংলাদেশের কোনো ক্লাবের নিজস্ব একাডেমি নেই।





আর্জেন্টাইন ক্লাবটির প্রতিনিধিরাও তাই একাডেমি প্রতিষ্ঠার দিকেই আগ্রহী। রিভারপ্লেটের প্রতিনিধি সেবাস্তিয়ান বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে। এজন্যই মূলত





আসা এবং ল্যাটিন আমেরিকার বাইরে শুধুমাত্র স্পেনে আমাদের একাডেমি রয়েছে। দক্ষিণ এশিয়ায় নেই। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে আমরা এখানে একটি একাডেমি গড়তে চাই।’