আজ দুপুরে সংবাদ সম্মেলনে বলেন,মুশফিক ভাই কিপিং করলে আমার লাইফ অনেক ইজি হয়ে যায় সাকিব। তিনি আরো বলেন, টি২০ তে সময় অনেক কম থাকে, উনি অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার।






একমাত্র উইকেটের পেছন থেকেই পুরো মাঠের ফিল্ডিং পজিশন ভালোভাবে দেখা যায়। তো উনি যদি কিপিং করেন তাহলে উনিই দেখতে পারবেন কোন ফিল্ডারটা কোথায় আছে,






চেঞ্জ করা লাগলে আমার থেকে পারমিশন নেয়ারও প্রয়োজন হবেনা। এজন্যই উনাকে কিপিংয়ে ফিরিয়ে আনা। তাহলে হয়কি আমি অন্য কয়েকটা বিষয়ে আরেকটু বেশি চিন্তা করতে পারবো।
সাকিব আল হাসান।