




দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের বাইরে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও, আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে এখনো অবসরের নেননি। তবে সাদা বলে জাতীয় দলের





বাইরে দীর্ঘদিন ডু প্লেসি।ডু প্লেসি সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি খেলেন। ডু প্লেসিস ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ফর্ম্যাটে জন্য উম্মুক্ত ছিলেন। সারা





বিশ্বের লিগে দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও তাকে ২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ কোনও সিরিজের জন্য বাছাই করা হয়নি।জাতীয় দলের বাইরে যে সব ক্রিকেটাররা বিভিন্ন লিগে খেলে যাচ্ছে তাদের নিয়ে চিন্তা করছে ক্রিকেট





সাউথ আফ্রিকা। সে ক্ষেত্রে আবার দলে ফিরতে পারেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি।এ নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক ইনক নেকওয়ে বলেন, ‘আমরা সবসময় আমাদের (চুক্তির বাইরের) খেলোয়াড়দের সাথে





আলোচনার জন্য উন্মুক্ত ছিলাম এবং রব (হেড কোচ) সেই আলাপগুলি পুনরায় শুরু করতে খুব আগ্রহী’‘আমাদের কিছু খেলোয়াড় আছে যারা শুধুমাত্র সাদা বল এবং কিছু শুধুমাত্র লাল বলে। আমরা টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট





চুক্তিতে আরও সুনির্দিষ্টভাবে যেতে পারি। এগুলো এমন কিছু বিষয় যা আমরা আসলে ভেবে দেখছি।’ডু প্লেসিস তার শেষ টেস্টের পর থেকে পিএসএল, সিপিএল, আইপিএল, বিপিএল মাতিয়েছেন। এসব লিগে ৯০টি ইনিংস খেলে ৩৩.৯১
গড়ে ২৭৪৭ রান করেছেন তিনি । যার মধ্যে চারটি টি-টোয়েন্টি শতক রয়েছে।দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টারের সাথে আলোচনা হয়েছে ডু প্লেসির। একইভাবে আরেক সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সকে নিয়ে দলে ফেরার গুঞ্জন ছিলো। তবে ভিলিয়ার্সের ফেরা হয়নি।