দীর্ঘদিন পর সবাইকে চমকিয়ে দিয়ে আবারও একই দলের মাঠ মাতাবেন সাকিব-আশরাফুল

আগে থেকেই জানা ছিল ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরেও ঢাকা মোহামেডানের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক সেটি হয়েছে… আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদলের শেষ দিন

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আনুষ্ঠানিকতা সারলেন সাকিব আল হাসান।গত বছরের এই দলের হয়ে খেলেছিলেন সাকিব। শনিবার (০৪ মার্চ, ২০২৩) সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম)

কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। তবে এবার সাকিবের সাথে মোহামেডানের হয়ে দেখা যাবে জাতীয় দলের আরেক সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।এবারের আসরে খেলার জন্য ব্রাদার্স ইউনিয়ন থেকে মোহামেডানে

যোগ দেন মোঃ আশরাফুল। ঢাকা লিগের দল বদল শুরু হয়েছে ২ মার্চ থেকে। প্রথম দিন মোহামেডানের হয়ে দল বদল করেছিলেন মাত্র দুজন।এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে ইমরুল কায়েস ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে মাহিদুল

ইসলাম অঙ্কনকে দলে ভেড়ায় তারা। আজ নাম লেখালেন সাকিবরা।জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাকিবকে পুরো আসর জুড়ে পাওয়া যাবে না। গত আসরে মোহামেডানে থাকার পরও সুপার লিগে খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। মোহামেডান সুপার লিগে নাম লেখাতে পারেনি গতবার। এবারের আসর শুরু হবে ১৫ মার্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *