সময়টা ২০০৭। সেবার শুরু হয়েছিল টি-২০ বিশ্বকাপ। রীতিমত ফাইনালে উঠলেন ক্রিকেট বিশের দুই চিরপ্রতিদ্বন্দী দল ভারত পাকিস্তান। সেই ম্যাচে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। আর
পাকিস্তান হেরে যায় মূলত জোগিন্দর শর্মার বলে স্কুপ খেলতে গিয়ে শ্রীশান্তর হাতে ক্যাচ তুলে দেন মিসবাহ উল হক এবং ভারতের জয় নিশ্চিত হয়। এবার শোয়েব আকতারের ইউটিউব চ্যানেলে এতদিন পর এসে সেই শর্টটি খেলার কারন জানালেন
মিসবাহ।কিংবদন্তি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ উল হক বলেন, ‘২০০৭ সালের কথা, আমি সবসময় বলি সেবার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সেই শটটি (স্কুপ) খেলে অনেক বেশি চার মেরেছিলাম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ফাইন লেগ পিছিয়ে ছিল, তখন সেই শট খেলে আমি ফাস্ট বোলারদের বিপক্ষে সিঙ্গেল নিচ্ছিলাম।মিজবাহ আরো বলেন, আমার এত আত্মবিশ্বাস ছিল যে, স্পিনারদের বিপক্ষেও সেই শট দিয়ে
ফাইন লেগে মারতাম। সুতরাং আপনি বলতে পারেন, আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সেই শটটি খেলতে ভুল করেছি, যার ওপর আমার সবচেয়ে বেশি আত্মবিশ্বাস ছিল।’