দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেষ্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ ক্রিকেট টিম। আইসিসিতে টেষ্ট ক্রিকেটের স্ট্যাটাস পাবার পর মাত্র একবার অস্ট্রেলিয়াতে টেষ্ট ম্যাচ খেলেছিলো






বাংলাদেশ। তাও আবার সি ২০০৩ সালে। এর পর অস্ট্রেলিয়াতে আর কোন টেষ্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। আইসিসির এফটিপি সুচী অনুযায়ী বাংলাদেশ দীর্ঘ ২৪ বছর পর






অস্ট্রেলিয়ার মাটিতে টেষ্ট খেলার সুযোগ পাচ্ছে। সূচী অনুযায়ী আগামী ২০২৭ সালে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে। ২০০৩ সালে






বাংলাদেশে যে দুই ম্যাচের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়াতে, সেটা নর্দার্ন টেরিটোরি ও কুইন্সল্যান্ডের মাঠে। যে অখ্যাত মাঠে টেস্টই হয়েছে মাত্র দুইটা করে, একটি খেলেছে বাংলাদেশ ও আরেকটি






শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়া যাওয়ার আগে ২০২৭ সালের ফেব্রুয়ারীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২০২৩-২৭ সাল পর্যন্ত তৈরি করা এই এফটিপিতে বাংলাদেশ
দল খেলবে মোট ১৪৪ ম্যাচ। এর মধ্যে আছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি ম্যাচ।