সবার আগে এশিয়া কাপ শেষ করে আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে টাইগারদের।






তার মানে আজ গভীর রাতেই দুবাই ছাড়বে টাইগাররা।আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।






দুটি ম্যাচেই আহামরি, চোখ ধাঁধানো আর আকর্ষণীয় ক্রিকেট খেলতে না পারলেও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তীরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে।বাংলাদেশের দুই ম্যাচ হার এবং সুপার ফোর






খেলতে না পারায় আসলে দুই রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ চরম হতাশ। অন্য পক্ষের মত, যা হয়েছে সেটাই স্বাভাবিক।প্রথমে শোনা গিয়েছিল, আজ শুক্রবার না হলেও কাল শনিবার দুবাই থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আজ






জানান, চেষ্টা করা হচ্ছে শুক্রবার রাতেই বিমানে ওঠার। শুরুতে ফ্লাইট শিডিউল জানাতে পারেননি রাবিদ। তবে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যার ঠিক আগে জানিয়েছেন, আগামীকাল শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে বাংলাদেশ দল।